" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra |
" শুধু যাওয়া আসা "
ঘাটের ধারে বাঁধা ছিল ছোট্ট নৌকাটি।
শান্ত দুপুর ব্যস্ত ঘুঘু ডাকছিল একটানা
নদীর জলে ঘাটের ছায়ায় কাঁপছে আকাশ মাটি।
শান্ত আকাশ বইছে ধীরে উদাসী এক হাওয়ামনের মধ্যে পুরনো স্মৃতি করছিল আসা যাওয়া।
নদী ছিল ঘাটও ছিল মাঝিই ছিল না
এপার থেকে ওপারেতে যাওয়াই হলনা।
0 Comments:
Post a Comment