ভুলে যাবি আমায়? by ইলান
ভুলে যাবি আমায়? কিন্তু তোকে নিয়ে লিখলে যে শেষ হবেনা।আবার তোকে ছাড়া না লিখেই বা যাই কোথা! ইলেভেনের রেজাল্ট এর দিন স্কুলে সিঁড়িতে উঠতেই হঠাৎ দেখি তোকে,ভাবলাম " এ কে রে বাবা!আগে তো কখনও দেখিনি!" আসলে প্রেম ব্যাপারটা থেকে দূরে থাকলেও ছেলেদের স্টক করতে বরাবর ভালোই লাগত।এরপর স্কুলের অ্যাটেনডেন্স ও বাড়তে থাকে,তবে তোকে কয়েকবার দেখেছিলাম মাএ।আমার সবচেয়ে কাছের...