কো--বি by Risha
কো--বি কো--বি আমি শুনি মায়ের আদেশ- এড়িয়ে চলি বৃষ্টিফোঁটা, কবি ভাবে,জলছবিতে মগ্ন বুঝি চিলেকোঠা। আমি আবার মায়ের কথায় দিইনা উঁকি কুয়োর মুখে, কবি বলে,সেথায় আকাশ আয়না দেখে মনে সুখে। মায়ের আবার কড়া ধমক- "ও রে,আর যাস না দূরে" ভাবতো কবি..বাতাস হবে ছন্নছাড়া,ভবঘুরে। আমি ভাবি-নীল আকাশেই সাদা মেঘের বসতবাড়ি, কবি দেখে,পেঁজা তুলোর নকশিকাঁথা সারি সারি। আমি ভাবি -নদীর ঘাটে...