Showing posts with label Risha. Show all posts
Showing posts with label Risha. Show all posts

Sunday 21 April 2019

কো--বি by Risha

bengali poem কো--বি by Risha
কো--বি

কো--বি 


আমি শুনি মায়ের আদেশ-
এড়িয়ে চলি বৃষ্টিফোঁটা,
কবি ভাবে,জলছবিতে
মগ্ন বুঝি চিলেকোঠা।
আমি আবার মায়ের কথায়
দিইনা উঁকি কুয়োর মুখে,
কবি বলে,সেথায় আকাশ
আয়না দেখে মনে সুখে।
মায়ের আবার কড়া ধমক-
"ও রে,আর যাস না দূরে"
ভাবতো কবি..বাতাস হবে
ছন্নছাড়া,ভবঘুরে।
আমি ভাবি-নীল আকাশেই
সাদা মেঘের বসতবাড়ি,
কবি দেখে,পেঁজা তুলোর
নকশিকাঁথা সারি সারি।
আমি ভাবি -নদীর ঘাটে
বড্ডো পিছল,শেওলাধরা..
কবি ভাবে,লোহার বুকে
চিলতে সবুজ ,মনোহরা।
রাত নামলে আমিও কেমন 
শিউরে উঠি অন্ধকারে,
কবি বলে,জোনাকিরা
স্বপ্ন আঁকে ওই আঁধারে।
মা বলেছে-বিদ্যালাভে হতে হবে
অনেক বড়।
কবির আবার সমস্ত জ্ঞান
দু'মলাটেই জড়োসড়ো।
আমি ভাবছি কবিই হবো!
আমায় তোমার দলে নেবে?
কবি বলে-
"আরেকটিবার মায়ের কথা দেখিস ভেবে"।
                                                                                                                                                   -ঋষা
Risha
Risha 

Wednesday 17 April 2019

মেয়েমানুষী by Risha

মেয়েমানুষী by -ঋষা
মেয়েমানুষী


।।মেয়েমানুষী।।


শত মন কেমনের মধ্যেও
আমি ফাউ ফুচকার যুদ্ধে জিতে
গর্ব করি আজকাল।
যত আকাশ পাতাল ভাবছি
সব রং-তুলিতেই মাপছি
আর জমছে রঙিন জঞ্জাল।
আমার জানলা এক কাঁদতো
আর পর্দা টেনে-
 ভাবতো বুঝি লুকিয়ে নেবে দুঃখ,
কেউ টের পায়না রাত্রে
আমি রুমাল খুঁজি হাতড়ে
সবাই তোমার মতোই মূর্খ!
আমার দেওয়াল সবই শুনতো
সেই কষ্ট দিয়ে বুনত..যত
নোনা ইঁটের কাব্য,
সেসব পলেস্তারায় জমতো বলেই
রঙের আয়ু কমত!নাকি-
কাকতলীয় ভাববো?
আমি জলীয় বাষ্প আঁকতাম
আর আড়াল করে রাখতাম
কত লাল-চা ভেজা সন্ধ্যে..
সেসব হলোই যখন পাঁচকান-
আমি বেছে নিতাম মাঝখান,
রোজ সুখ-দুঃখের দ্বন্দে।
আমার একলা দুপুরগুলো যেন
সিলিং ফ্যান এর ধুলোয় মিশে
ফুরিয়ে যেত রোজ..
শুধু শেষ অধ্যায় বাকি!
সেটাও পড়েছিলাম নাকি..
আমি আর রাখিনি খোঁজ।
আমার হৃদয় জুড়ে মরচে
দেখি আলগা খসে পড়ছে
যেই তোমার স্মৃতি ঘাঁটলাম,
আবার প্রেমের টনক নড়লো,
আর হঠাৎ মনে পড়লো..
তোমার'শিরীষ কাগজ' ডাকনাম।।

                                                                                            --ঋষা
Risha
Risha


Saturday 13 April 2019

শীতঘুম by Risha


শীতঘুম


।।শীতঘুম ।।


জানি,এখানেও শীত এসেছিল একদিন..
কুয়াশার নিঃশ্বাসে ভিজেছিলো জানলার কাঁচ
দূরে নিভৃতে এক দাঁড়িয়েছিল -
হেমন্তের শেষ অবশেষটুকু,
আর দুচোখ বেয়ে ঘুম এসেছিল আবেশে।
মোমবাতির শিখায় অদীপ্ত এক নেশা,
সেই আবছা আলোয় তোমায় খুঁজিনি আর..
সবটাই জানতাম,তবু-
বৃথা আশা চোরা শীতে মানেনি তো হার।
নিরুপায় তুমি,নিরুপায় আমি!
আর কিছু হাতছানি,নির্দয় পরিবেশ..
দ্বিধাহীন আপোষ।
জানি,একদিন ঠিক আসবে বসন্ত,
হয়তো দেরি হবে,তবু সে তো ফিরবেই
প্রকৃতির কাছে দায়বদ্ধতা তার,তাই
গুনে যাই দিন-
নিরলস তুমি,নিরলস আমি!
সবটুকু নিয়েওছি মেনে,শুধু
না বোঝার করে গেছি ভান-দায়টুকু কার?
অবশেষে দুঃখের গান শেষে বসন্ত ফিরে আসে,
ফিরে আসে একঝাঁক রোদমাখা স্মৃতি।
উদ্ভাসিত তুমি,উদ্ভাসিত আমি!শুধু
ভুলে গেছি এখানেও শীত এসেছিল একদিন,
 আমাদের বদ্ধঘরে ,শীতের প্রবেশ নিষিদ্ধ।
সমস্ত রাত বসন্তের নিরলস করাঘাত,তবু
সেই বদ্ধদ্বার, ছিল অনড়,ছিল নির্বিকার।
বিনীদ্র তুমি,বিনীদ্র আমি!
প্রতি নিঃশ্বাসে বিচ্ছেদের গল্প এগিয়ে চলে..
তুমি আমি ভীরু হাতে ওলটাই পাতা-
দূরে সবুজের সমারোহে মিশে যায় বসন্ত।
আমাদের ঘরজুড়ে ভিড় করে শীত-তবু
নির্বিকার তুমি,নির্বিকার আমি!
সময়ের সাথে ভুলে যাই বসন্তের অস্তিত্ব,
রুদ্ধ সে দ্বার,খুলে দিতেও মন চায় না আর।
ক্লান্ত তুমি,পরিশ্রান্ত আমি!
ঝোড়ো হাওয়া মুছে দেয় ঘুম-
মন চায় আগুনের শেষ উষ্ণতা,
কুয়াশার চাদরে তুমি আমি
চাই শুধু অপরিসীম শীতঘুম।।
                                      

                                                                                                                                                                                          --ঋষা
Risha
Risha