স্পর্ধা by Mrs. Mala Ghosh
স্পর্ধা by Mala Ghosh (Mitra) স্পর্ধা -------- অভিমানে আর ফোন নেই --নেই কোনো কথা ।হাওয়ায় ধাক্কা লেগেনির্জন সময় গুলো বয়ে চলে।মস্তিষ্কের ভিতর চলে রক্তক্ষরণএপ্রান্ত থেকে সেপ্রান্ত করেআমিও হয়ে পড়ি মৃতবৎ ।কিছু কিছু কষ্ট সারাজীবন বাসা বেঁধে থেকে যায় ।ছন্নছাড়া নিঃসঙ্গতাকে উড়িয়ে নিয়ে যায়--পিছনে লম্বা ছায়া সামনে আসে , মুহূর্মুহূ ঝড় ওঠে ....বছরের পর বছর কোন্ জলের তলায়চুপ করে...