Showing posts with label Sufiuddin Ahmed. Show all posts
Showing posts with label Sufiuddin Ahmed. Show all posts

Sunday, 5 May 2019

কার লাগি সখী ? by Sufiuddin Ahmed.


কার লাগি সখী? by Sufiuddin Ahmed.
কার লাগি সখী?

কার লাগি সখী?


কার লাগি সখী বাঁধিয়া পরাণ 
            আমারে করিলা হেলা;
তীরে ডুবাইয়া ডিঙিখানি মোর 
           কার ঘাটে বাঁধো ভেলা?

কেন প্রভাতের তরুণ অরুণ 
            ডুবিছে কিশোর বেলা?
আকাশ জুড়িয়া প্লাবিয়া আসিছে 
            আঁধার কালোর খেলা ।
প্রাতে যে শিশির মুক্তধারা-
            বেলা হলে অজ্ঞাত,
রবির কিরণে মুখ ফিরায়ে 
            অশ্রু শিশিরে স্নাত।

কার লাগি নাচো,কার লাগি গাও;
           সাজাও কুসুমদোলা?
কার লাগি গাঁথো নকশী কাঁথনে
          হাজার সুখের মেলা?

আজি এ নিশীথে স্তব্দ্ধ বাতাস 
          কয়ে যায় কানে কানে-
জ্যোৎস্না হাঁসিয়া তোমাতে মিলেছে
         মিশিয়াছে তব কাননে।
দূর হতে তাই স্পর্শ পাঠাই-
         ব্যর্থ চরণ-বন্দনায়;
আজো বুনে চলি রূপকথাদের
         ভালোবাসারই কল্পনায়।

ভালোবেসে সখী হরিলা হৃদয়,
        কেমনে সে ব্যাথা সইবো?
কত ভালোবাসি আঁখিজলে ভাঁসি
        কেমনে সে কথা কইবো?

মর্মর স্মৃতি আগলে নিশীথে
        ভাঙা ডিঙিখানি বাইবো,
ভালোবেসে তবু যাব চিরকাল
        শুধু তোমারইতো রইবো।

রহিয়াছি আজো শতনিশী জাগি 
         সহিয়া অবহেলা ;
কার লাগি সখী বাঁধিয়া পরাণ
         আমারে করিলা হেলা ।।
                                                                                                         --Sufiuddin Ahmed.
Sufiuddin Ahmed Bengali Poet
Sufiuddin Ahmed

Thursday, 11 April 2019

তারই_হয়ে_থেকো by Sufiuddin Ahmed

Tar E Hoye Theko by Sufiuddin Ahmed
তারই_হয়ে_থেকো

তারই_হয়ে_থেকো


তুমি নাহয় তারই হয়ে থেকো
যে তোমায় ভালোবাসতে চায়, 
আমি নাহয় আমারই মতো করে
বুনবো তোমায় অলীক কল্পনায়! 

তুমি নাহয় তাকেই সুখী কোরো
যে তোমায় কাছে পেতে চায়, 
আমি নাহয় দূরেই সরে থেকে 
দেখবো তোমায় কেবল রূপকথায়! 

পারলে তুমি তারই পাশে থেকো
আগলে রেখো তাকে জীবন দিয়ে, 
আমিও নাহয় দিব্যি সুখে রবো
পুরোনো স্মৃতি আগলে বুকে নিয়ে! 

পারলে তুমি সুর ঢেলে তার স্বরে
গান হয়ে ঝরে পোড়ো তার মনে, 
আমিও নাহয় মনখারাপের ঘোরে
শুনবো সেগান নিষ্ঠুর কোন শ্রাবণে! 

তাকে নাহয় ভিজিয়ো দুপুর রোদে
সদ্যভেজা আধখোলা ঘন চুলে, 
আমারও নাহয় হৃদয় জমিতে 
নামবে বর্ষা দৃষ্টিদুয়ার খুলে...! 

তুমি নাহয় তারই হাতটি ধোরো
জনমভর যে চলতে সাথে চায়, 
আমি নাহয় কাগজ-কলম হাতে
আঁকবো তোমায় আমার কবিতায়! 

হয়ে নাহয় সুখের সন্ধ্যাবাতি
ভরিয়ে দিয়ো ঘরখানি তার সারা, 
আমি নাহয় মেঘলা আকাশে চেয়ে
খুঁজবো আমার হারানো সুখতারা..! 

কখনো নাহয় খোলা আকাশের নীচে
কারণ ছাড়াই হেঁসো চাঁদের পানে, 
দেখবো নাহয় তোমার ঠোঁটের হাঁসি
পৃথিবীর এক অন্য কোনো কোণে


                                                                                               - - - Sufiuddin Ahmed
Sufiuddin Ahmed
Sufiuddin Ahmed


Wednesday, 10 April 2019

শেষ_ক্ষমা by Sufiuddin Ahmed

Ses Khoma by Sufiuddin Ahmed
শেষ_ক্ষমা


শেষ_ক্ষমা


হ্যাঁ হয়েছে কষ্ট, আঘাত পেয়েছি জানি।
তুই আসিস নি বলে....... 
তুই ভালোবাসিস নি বলে...... ।

তাই বলে ক্ষমা ! 
সে সম্ভব নয় , পারবো না -কখনোই না ।
পারলে আমায় ক্ষমা করিস...... 
তোকে ক্ষমা না করতে পারার জন্য ।

আর ক্ষমা ! সে তো অন্যায়ের হয়;
কোন অন্যায় তো করিস নি তুই ।
কাউকে ভালোবাসা যদি অন্যায় না হয়....... 
তবে কাউকে ভালো না বাসাকে 
অন্যায় কেমনে বলি বল ? 

আর আমিতো তোর অজান্তেই ভিজেছিলাম
তোর বৃষ্টিতে....... একা একা..... খুব গোপনে।
এতে তোরই বা দোষ কই?? 

আসলে জানিস কী....... 
তোকে ক্ষমা করতে হলে আমায়
তোর ভালো না বাসাকে ভুলতে হবে ,, 
তোকে ভুলতে হবে।
ভুলতে হবে আমার প্রথম কেনা গোলাপের
ডায়েরী পাতার ভাঁজে রুদ্ধশ্বাসের কাহিনী ।
-অন্তত এজীবনে তা সম্ভব নয়~
পারবো না... আসলে চাইনা তো ভুলতে সেসব! 

তবে...... সেদিন করবো ক্ষমা-
ভুলে যাব তোর ভালো না বাসাকে... 
যেদিন তোর সাথে তোরই বৃষ্টিতে ভিজতে দিবি.. 
আর বৃষ্টি শেষে ছুঁয়ে যাবি রামধনু হয়ে.... 
সবার ভিড়ে ঠিক আমাকে খুঁজে নিয়ে।
যেদিন তোর স্পর্শে আবার প্রাণ পাবে, 
মুর্ছা যাওয়া সেই শখের গোলাপখানি.... ।
যেদিন তোর ভালো না বাসাকে ভরিয়ে দিবি
বিন্দু বিন্দু ভালোবাসার শ্রাবণ শিশিরে! 

তাইতো এখনো বেঁচে আছি -
তোর ভালো না বাসাকেই আঁকড়ে ধরে.... 
শেষ ক্ষমার অশেষ অপেক্ষায় !!! 


Sufiuddin Ahmed
Sufiuddin Ahmed
                                                                                                                                                                            --Sufiuddin Ahmed






Tuesday, 9 April 2019

আমি_ভালোবাসা by Sufiuddin Ahmed

"আমি_ভালোবাসা"- A Poem by Sufiuddin Ahmed
আমি_ভালোবাসা

আমি_ভালোবাসা

বহুদিন যাইনি তোর শহরে, 
মুছে গেছে বোধহয়--
তোর হোস্টেলের পিছনের গলির বুকে 
আমার পদচিহ্নের আস্ফালন।
হবেনাই বা কেন? 
কত নতুনের রোজকার আনাগোনা যে।
মনে আছে? শহরের বামদিকের সেই পার্ক, 
আর তার পাশের সুইমিং পুলটা...... 
শেষ যখন বসেছিলাম তার পাড়ে~
তুই বলেছিলি- ইস! কি নোংরা জল!! 
এখন বোধহয় তা স্বচ্ছ নতুনে প্রতিস্থাপিত।

পার্কের পথে সেই কৃষ্ণচূড়া গাছটায়...... 
বড়ো শখ করে লিখেছিলি দুজনের নামটা... ।
হঠাৎ যেদিন জানতে পারলি, 
ওখানে নতুন ফ্ল্যাট উঠবে......... 
খুব কেঁদেছিলি গাছটা জড়িয়ে ধরে।।
আজ সেখানে মস্ত ফ্ল্যাটবাড়ি....... 
শত মানুষের কোলাহলে নেইকো তোর কান্না, 
নেইকো সেই কৃষ্ণচূড়া।।

আর সেই......... সেই
গোলাপডালি সাজিয়ে দাঁড়িয়ে থাকা
পথের ধারের ছোট্ট মেয়েটা...... 
ওকি মনখারাপ করে.....? 
আমি আর তার ফুল কিনিনে বলে.. ।
নাকি শত ফুলের মাঝে একটা অবিক্রিত গোলাপ
ফেলে দেয় সে আবর্জনার স্তুপে!! 

বহুদিন পাশে বসিয়ে শোনায়নি আমার কবিতা..,, 
যদিও সব লাইনে লাইনে এখন
এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ! 
কি যেন একটা নেই নেই....
হয়তো শ্রোতা... হয়তো তুই! 

বহুদিন যাইনি তোর শহরে , 
বহুদিন দেখিনি তোকে.... 
আজ বড়ো ইচ্ছে হয় তোর শহরে যেতে,, 
তবে তোকে দেখতে ছুঁতে নয়।

সেই গলির বুকে দু-পা হেঁটে , পুরোনো পদচিহ্নে
জানান দিতে আমার অস্তিত্ব।
পুলটার স্বচ্ছ জলে দুটো পাথর ছুঁড়ে 
দেখিয়ে দিতে হৃদস্পন্দন!  আমি আছি! 
সর্বত্র......ফ্ল্যাটের কোণে কৃষ্ণচূড়ার নবাঙ্কুরে, 
ভালোবাসার প্রতিরূপে.. ।
আর হ্যাঁ , 
সেই ছোট্ট মেয়েটির কাছ থেকে কিনতে
আরো একটা রক্ত গোলাপ! 
সকলকে বুঝিয়ে দিতে আমার প্রকটতা, 
মুছে ফেলতে সব নীরবতা ।

ত্বারস্বরে গর্জে বলতে...... আজও আছি ~
আমি অমর ,  আমি মুক্তো আশা;;
আমি চিরন্তন, আমি ভালোবাসা !!! 
                                                                                                                                      - - - Sufiuddin Ahmed
Sufiuddin Ahmed
Sufiuddin Ahmed