কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas
কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas কবিতাটা এখন আর আসেনা এখন আর কবিতা আসে না - আসে না কোনো ছন্দ। বৃষ্টি যখন তোকে দুহাত মেলে ছুঁতে চায় তার প্রতি ফোঁটায় যখন তুই ভিজতে চাস ; প্রতি ফোঁটায় যখন তুই হারিয়ে যেতে চাস তখন আমার কবিতা আসে না। বিকেলের আকাশ রাঙানো সেই রবি , যখন তোকে রাঙাতে চায়...