Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Monday, 18 November 2019

বাইরের জানালা by তিতলি

বাইরের জানালা by তিতলি

বাইরের জানালা by তিতলি      বাইরের জানালা অনেক বছর পর যখন স্মৃতির বিছানায় জড়িয়ে থাকা তোমার সেই অগোছালো রাত , এক একটা তারা খসা -মনের চিলেকোঠায়                         তোমায় মনে পড়ে। বন্ধুত্ব, ভালোলাগা আর অবুঝ পৃথিবী ,                    ...

Friday, 23 August 2019

" সীমাবদ্ধ " by Mr. Arup Mitra

" সীমাবদ্ধ " by by Mr. Arup Mitra
" সীমাবদ্ধ " by by Mr. Arup Mitra

                    সীমাবদ্ধ

এখন আমরা কোন গোপন রোগে ভুগছি
কিছু অপকারি ভাইরাস বংশ বিস্তার করছে
                
আমাদের মনের গভীরে।
আমরা ক্রমশ সীমাবদ্ধ হয়ে যাচ্ছি।
সন্দেহ জাতীয় কোন গোপন অসুখ
কেড়ে নিচ্ছে সব সুখ।
শুষে নিচ্ছে আমাদের শুদ্ধতম চেতনার
                       
প্রতি বিন্দু রস।
########################
কে আছো?   কে আছো দূরের বন্ধু! কাছে এসো
এই অবিশ্বাসের সাহারায় অন্তত একটা
                        
মরুদ্যান গড়ি।



কলমে : শ্রী অরূপ মিত্র 

Arup Mitra
Arup Mitra

Thursday, 15 August 2019

" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra

        
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra

     " শুধু যাওয়া আসা "


নদীর পাড়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলাম একা
ঘাটের ধারে বাঁধা ছিল ছোট্ট নৌকাটি।
শান্ত দুপুর ব্যস্ত ঘুঘু ডাকছিল একটানা

নদীর জলে ঘাটের ছায়ায় কাঁপছে আকাশ মাটি।
শান্ত আকাশ বইছে ধীরে উদাসী এক হাওয়া
মনের মধ্যে পুরনো স্মৃতি করছিল আসা যাওয়া।
নদী ছিল ঘাটও ছিল মাঝিই ছিল না
এপার থেকে ওপারেতে যাওয়াই হলনা।

Arup Mitra
Arup Mitra

Monday, 12 August 2019

" তুমি " by Mr. Arup Mitra

তুমি by Mr. Arup Mitra
তুমি by Mr. Arup Mitra


      : তুমি :

তুমি, দিবস যামিনী
তুমি,এক ঘোরলাগা ভোর।
তুমি, কখনো'বা ঝড়ের আভাস হ'য়ে,
ভেঙে ফেল সব দ্বিধা মোর।


তুমি বিষাক্ত সাপের বিষের ঘন নীল
তুমি কিশোরীর হাসি অনাবিল।

Arup Mitra
Arup Mitra




Friday, 9 August 2019

স্পর্ধা by Mrs. Mala Ghosh

স্পর্ধা by Mrs. Mala Ghosh

স্পর্ধা by Mala Ghosh (Mitra) স্পর্ধা -------- অভিমানে আর ফোন নেই --নেই কোনো কথা ।হাওয়ায় ধাক্কা লেগেনির্জন সময় গুলো বয়ে চলে।মস্তিষ্কের ভিতর চলে রক্তক্ষরণএপ্রান্ত থেকে সেপ্রান্ত করেআমিও হয়ে পড়ি মৃতবৎ ।কিছু কিছু কষ্ট সারাজীবন  বাসা বেঁধে থেকে যায় ।ছন্নছাড়া নিঃসঙ্গতাকে উড়িয়ে নিয়ে যায়--পিছনে লম্বা ছায়া সামনে আসে ,  মুহূর্মুহূ ঝড় ওঠে ....বছরের পর বছর কোন্ জলের তলায়চুপ করে...

Monday, 5 August 2019

নীরব ভ্রমর by তিতলি

নীরব ভ্রমর by তিতলি

নীরব ভ্রমর, কলমে :-তিতলি             : নীরব ভ্রমর : মেলেছে ডানা , দূরের আকাশে -       দিয়েছে আঘাত , গভীরে অন্তরে ; সরে গেছ  তুমি আজ, দূরে আরও দূরে -      একাকী মন তাই গুমরে মরে।  নীরবে বিষন্নতা ঘিরেছে আমায় -       অন্ধকার নেমেছে ছায়ায় ছায়ায়।;  উড়েছে ধুলো তাই...

Friday, 2 August 2019

কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas

কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas

কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas কবিতাটা এখন আর আসেনা  এখন আর কবিতা আসে না - আসে না কোনো ছন্দ। বৃষ্টি যখন তোকে দুহাত মেলে ছুঁতে চায় তার প্রতি ফোঁটায়  যখন তুই ভিজতে চাস ; প্রতি ফোঁটায় যখন তুই হারিয়ে যেতে চাস তখন আমার কবিতা আসে না। বিকেলের আকাশ রাঙানো সেই রবি , যখন তোকে রাঙাতে চায়...

Tuesday, 23 July 2019

চল খুঁজি by Poulomi Biswas

চল খুঁজি by Poulomi Biswas

                  চল খুঁজি by Poulomi Biswa  চল খুঁজি চল খুঁজে নিই -          অচেনা স্মৃতির ভিড়ের মাঝে চেনা কোনো মুখ ,খুঁজে নিই -         ক্লান্ত মুখে  নেমে আসা সুখের যে সুখ ,খুঁজে ফেলি -         ছাদের আলশেতে দাঁড়িয়ে তারা গোনা সে অবয়বখুঁজে ফেলি...

Thursday, 11 July 2019

আকাশ-ভাগ by Koushambi

আকাশ-ভাগ by Koushambi

আকাশ-ভাগ  আকাশ-ভাগ আলো - আধার, বিশ্বাস -অবিশ্বাস, এক অদ্ভুত খুশি আশঙ্কা; এলোপাথাড়ি হৃদয়ে বাজে  সন্ধ্যেয় রণনের ডঙ্কা।  মিষ্টি বিশ্বাসের নদী  নোনা সাগরে মেশে  যদি ; বুকটা স্মৃতির ঢেউ এ জ্বলে  লবনাক্ত মন , রক্তিম অনলে।  রোজ দেখি দিগন্ত রেখাতলে  আলো - আধার যুদ্ধে নেমে পরে, এক প্রকান্ড সূর্য, আর জোৎস্না রাতের চাঁদ  বাহুবলে আকাশ ভাগ করে, ঠান্ডা গরমের...

Tuesday, 11 June 2019

আমাদের বসন্ত by Sampurna Mitra

আমাদের বসন্ত by Sampurna Mitra

আমাদের বসন্ত আজ রঙের দিন  চারিদিক  রঙিন মরীচিকা, সবাই ভীষণ মেতে আছে।  কিন্তু, আমাদের বসন্তটা  অনেকখানি বেরঙিন; অভিমানে সব রং ধূসর হয়ে আছে  ঠোঁটের ডগায়, লাল আবিরে;  তোমাকে ওরা ছুতে পারেনি তাই।  কিন্তু আমি জানি  আমাদের বসন্তটা  আবার রঙিন হবে; যখন আমার মনের রং গুলো  তোমাকে ছোঁবে , আবার কোকিল ডাকবে , আবার শিমুল -পলাশ ফুটবে , সবাই...

Saturday, 11 May 2019

গভীর আকর্ষণ by Sampurna Mitra

গভীর আকর্ষণ by Sampurna Mitra

গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র তোমার চোখে চোখ রেখে, ভেসে যেতে পারি বহুদূর। তোমার গভীর রহস্যময় অবয়বের দিকে তাকিয়ে  আমি মুগ্ধ হয়ে যাই,  কোথায় যেন হারিয়ে যাই।  ভুলে যাই সব সম্পর্ক , ভুলে যাই সব পিছুটান , মাধ্যাকর্ষণের চেয়েও বেশি টানে  যেন আকর্ষিত হই ; তোমাতেই যেন মিশে যেতে চাই  বারবার --            ...

Sunday, 5 May 2019

কার লাগি সখী ? by Sufiuddin Ahmed.

কার লাগি সখী ? by Sufiuddin Ahmed.

কার লাগি সখী? কার লাগি সখী? কার লাগি সখী বাঁধিয়া পরাণ              আমারে করিলা হেলা; তীরে ডুবাইয়া ডিঙিখানি মোর             কার ঘাটে বাঁধো ভেলা? কেন প্রভাতের তরুণ অরুণ              ডুবিছে কিশোর বেলা? আকাশ জুড়িয়া প্লাবিয়া আসিছে              আঁধার কালোর...

Thursday, 25 April 2019

স্মৃতির ভিটে-বাড়ি by Koushambi

স্মৃতির ভিটে-বাড়ি by Koushambi

স্মৃতির ভিটে-বাড়ি সংস্কার দিয়ে হোক রোজ সূর্যোদয়  ঠাকুরদার দেওয়া নাম থাকুক অক্ষয়, ঠাকুমার গল্পে আসুক চোখ এঁটে  জীবনযাত্রার সহযাত্রী হোক নিজের রক্ত ,নিজের ভিটে।  সময় হলে প্রশ্ন কোরো তোমার বাবাকে - "কত ভালোবাসে সে মাথার ছাদকে ?" এক ইঞ্চি জমির জন্য কেন এতো মারামারি  বাপ্-ঠাকুরদার স্মৃতির ইটে গাঁথা হয় বাড়ি। মনে করো একবার, বাড়ির তুলসীতলা  কত অশ্রুজলে সিক্ত,...

Wednesday, 24 April 2019

অন্তহীন by Titli

অন্তহীন by Titli

অন্তহীন by তিতলি  জানিনা এই দুরন্ত কেন অন্তহীন              দৃষ্টি আছে অপেক্ষায় , পলকবিহীন।  মর্মস্পর্শী হৃদয় আজ বেঁধেছে সাতটি সুর ,             চেনা অচেনার জানালা তুমি , নীল সমুদ্দুর। আড়চোখা রোদ দেখো ফিরে তাকায় বারে             বৃষ্টিভেজা আদর - তোমায় নিয়ে খেলা করে।  স্নিগ্ধ...

Sunday, 21 April 2019

কো--বি by Risha

কো--বি by Risha

কো--বি কো--বি  আমি শুনি মায়ের আদেশ- এড়িয়ে চলি বৃষ্টিফোঁটা, কবি ভাবে,জলছবিতে মগ্ন বুঝি চিলেকোঠা। আমি আবার মায়ের কথায় দিইনা উঁকি কুয়োর মুখে, কবি বলে,সেথায় আকাশ আয়না দেখে মনে সুখে। মায়ের আবার কড়া ধমক- "ও রে,আর যাস না দূরে" ভাবতো কবি..বাতাস হবে ছন্নছাড়া,ভবঘুরে। আমি ভাবি-নীল আকাশেই সাদা মেঘের বসতবাড়ি, কবি দেখে,পেঁজা তুলোর নকশিকাঁথা সারি সারি। আমি ভাবি -নদীর ঘাটে...