Showing posts with label Arup Mitra. Show all posts
Showing posts with label Arup Mitra. Show all posts

Sunday, 25 August 2019

" আমার স্বপ্নের কোলকাতা " by Mr. Arup Mitra

" আমার স্বপ্নের কোলকাতা " by Mr. Arup Mitra
" আমার স্বপ্নের কোলকাতা " by Mr. Arup Mitra
আমার স্বপ্নের কোলকাতা
--------------------------------------

আমার স্বপ্নের শহর কোলকাতা!
লক্ষ মানুষের কলস্বরে মুখরিত কল্লোলিনী কোলকাতা!
আমার শৈশব, কৈশোরের স্মৃতিতে উজ্জ্বল তুমি,
বঙ্গের হৃদয়ের মধ্য মনি, তোমাকে জড়িয়ে আছে কত
         ভূখা মানুষের বাসভূমি।
ফুটপাতে বেড়ে ওঠা
      প্রজন্মের মাথায় তোমার মমতাময়ী হাত।
নির্মল হৃদয় নিয়ে তুমি
     দাঁড়িয়ে আছো ভোর থেকে রাত।
ঝলমলে আলোতে রাতে কারো চোখেও পড়েনি
                তোমার অশ্রুপাত।
পৃথিবীর কাছে তুমি স্মৃতির শহর
    City of Joy!
তোমার তিনশো তিরিশতম জন্মদিনে
তোমাকে সদা হারাবার ভয়।
তুমি ছিলে, তুমি আছো
তুমি থাকবে চিরকাল, আমার ভূবনময়।

-------------------------------------------------
কলমে : শ্রী অরূপ মিত্র 
Arup Mitra
Arup Mitra





Friday, 23 August 2019

" সীমাবদ্ধ " by Mr. Arup Mitra

" সীমাবদ্ধ " by by Mr. Arup Mitra
" সীমাবদ্ধ " by by Mr. Arup Mitra

                    সীমাবদ্ধ

এখন আমরা কোন গোপন রোগে ভুগছি
কিছু অপকারি ভাইরাস বংশ বিস্তার করছে
                
আমাদের মনের গভীরে।
আমরা ক্রমশ সীমাবদ্ধ হয়ে যাচ্ছি।
সন্দেহ জাতীয় কোন গোপন অসুখ
কেড়ে নিচ্ছে সব সুখ।
শুষে নিচ্ছে আমাদের শুদ্ধতম চেতনার
                       
প্রতি বিন্দু রস।
########################
কে আছো?   কে আছো দূরের বন্ধু! কাছে এসো
এই অবিশ্বাসের সাহারায় অন্তত একটা
                        
মরুদ্যান গড়ি।



কলমে : শ্রী অরূপ মিত্র 

Arup Mitra
Arup Mitra

Thursday, 15 August 2019

" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra

        
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra

     " শুধু যাওয়া আসা "


নদীর পাড়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলাম একা
ঘাটের ধারে বাঁধা ছিল ছোট্ট নৌকাটি।
শান্ত দুপুর ব্যস্ত ঘুঘু ডাকছিল একটানা

নদীর জলে ঘাটের ছায়ায় কাঁপছে আকাশ মাটি।
শান্ত আকাশ বইছে ধীরে উদাসী এক হাওয়া
মনের মধ্যে পুরনো স্মৃতি করছিল আসা যাওয়া।
নদী ছিল ঘাটও ছিল মাঝিই ছিল না
এপার থেকে ওপারেতে যাওয়াই হলনা।

Arup Mitra
Arup Mitra

Monday, 12 August 2019

" তুমি " by Mr. Arup Mitra

তুমি by Mr. Arup Mitra
তুমি by Mr. Arup Mitra


      : তুমি :

তুমি, দিবস যামিনী
তুমি,এক ঘোরলাগা ভোর।
তুমি, কখনো'বা ঝড়ের আভাস হ'য়ে,
ভেঙে ফেল সব দ্বিধা মোর।


তুমি বিষাক্ত সাপের বিষের ঘন নীল
তুমি কিশোরীর হাসি অনাবিল।

Arup Mitra
Arup Mitra