Showing posts with label Anku. Show all posts
Showing posts with label Anku. Show all posts

Tuesday, 23 April 2019

𝒟𝑒𝒶𝓇 ক্রাশ by Anku Pal

Dear Crush by Anku
𝒟𝑒𝒶𝓇 ক্রাশ

প্রিয়তমা , পছন্দের তুই 
আসলে, আমি মনে হয় তোর মনমুগ্ধকর রূপ ও লালসসামৃত হাসির প্রেমে পড়েছি। তুই দৃষ্টি গোচর হয় মাত্রই ভাবনা সমৃত মগজটি ব্যাস্ত হয়ে ওঠে। কত কথার পাহাড় জমে যাই তোর ও আমার মধ্যে , কত চোখ রাঙানো মিষ্টি অসম্মতির চিন্তা গুলো হাল দাঁড় হীন নৌকোর ন্যায় স্রোতের সাথে ভেসে যাই।  যখন তুই হাসিস তখন আমার মন ও মাথার মধ্যে বিবাদ বেশে যাই। সমস্ত কিছু জটিল আঙ্কোর ন্যায় আটকে যাই - " ওই যে চেষ্টা করলে অঙ্কটা করাই  যাই, কিন্তু option তো আছে ; skip করে অন্য টা করলে হয়তো পরীক্ষায় ৫ মিনিট বেশি সময় পাবো " . আয়নায় দেখিস লক্ষ করে সময় পেলে , অন্য দৃষ্টি ভঙ্গি নিয়ে, তোর চোখ গুলো কত গভীর ; আর সমুদ্র গর্ভের ন্যায় চোখে লাবণ্য এনে দেওয়া সৌন্দর্য এ বিশ্বে আর কোথাও নেই। এই জন্যই হয়তো চোখ ভাবনাটা চিরকাল ধরে গভীর এর সাথে তুলনা করা হয়। আমি যদি এমনটা বলি - "তোর উজ্জ্বল দীপ্তিময় প্রানোচ্ছল চক্ষু যুগলে যখন দেখি , তখন নিজের ১তা প্রতিচ্ছবি দেখি ; আর এমনতর কারণ হয়তো তোর প্রতি আমার গভীর ভাবনা, যে গভীরতার কোনো সীমা নেই,অনন্তকাল যেন চাহিয়া রইতে পারি তোর ওই কুয়াশাচ্ছন্ন সূর্যোদয়ের ন্যায় কোমল চক্ষু যুগলে" , তবে কেমনটি লাগে শুনতে। মাঝে মাঝে সিগারেটের ধোয়া ভাবনায় বিরহ এনে দেয় ঠিকই , কিন্তু তা ক্ষনিকের। একদিন তোর হাতের আঙ্গুল গুলো লক্ষ্য করছিলাম , হঠাৎ খেয়াল হলো গালের দাঁড়ি গুলো যেন সুড়সুর করছে, কি অদ্ভুত তাই না। 
একদিন তোর হাত থেকে সিগারেট তা ছাড়ানোর জন্য মনে মনে চোখ রাঙানোর পরিকল্পনা করছি, হঠাৎ খেয়াল হলো - ' তুই শুনবি আমার চোখ রাঙানি ' , তাই নিরুপায় হয়ে দমে যাচ্ছি এমন সময় মাথায় বিদ্যুৎ খেলে গেল।  পরের দিন তোকে দিয়ে ১টা  অদ্ভুতূরে নামের সিগারেটে কেনালাম , আমার কিন্তু সেই Gold Flake ই থাকলো। তুই সিগারেটে দু-এক তন্ দেবার পরে আমাকে দিলি সেটা কেমন দেখার জন্য ; ব্যাস পরিকল্পনা সার্থক।  সিগারেটের স্বাদ গুলি মার্,তখন আমি অন্য মোহেই সিগারেটে টা টানছি। মূলত এই অনুভূতি সাধারণত চায়ের গ্লাস বা কফির কাপেই হয় অন্যের। আমারটা নাহয় একটু অদ্ভুত এ হলো। তুই অনেকদিন আগে ১তা গোলাপি রঙের চুড়িদার পরে এসেছিলি, কি দারুন ই না লাগছিলো , সেটা শুধুমাত্র আমার চোখ এ জানে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিলো আরকি। বৈকালের পর্যন্ত রোদের আদলে গঙ্গার তীরে বসে জলে পা ডুবিয়ে গল্প করি আর মিষ্টি শীতল বাতাস এসে তোর চুলগুলো আর ওড়নাটি আমার মন ও মুখ ভরিয়ে দিক। 
হটাৎ ধুড়মুড় করে বিছানা থেকে উঠে বসলাম , ঘড়িতে বাজে ৫টা  ৩৭। 
                                                                                                                          ইতি -
             কল্পনামাত্র 
                                                                                             

                                                                                              --অংকু 
Anku Pal
ANKU PAL