Showing posts with label Titli. Show all posts
Showing posts with label Titli. Show all posts

Monday, 18 November 2019

বাইরের জানালা by তিতলি

বাইরের জানালা by তিতলি
বাইরের জানালা by তিতলি


     বাইরের জানালা

অনেক বছর পর যখন স্মৃতির বিছানায়
জড়িয়ে থাকা তোমার সেই অগোছালো রাত ,
এক একটা তারা খসা -মনের চিলেকোঠায়
                        তোমায় মনে পড়ে।

বন্ধুত্ব, ভালোলাগা আর অবুঝ পৃথিবী ,
                       বয়ে চলা স্থির নদী পাড় -
আর সম্পর্কের নীরব হাতছানি।

সময়ের সাথে মিশে যাওয়ার অন্তরঙ্গ,
                   আর অদম্য উচ্ছাসের মেলবন্ধনী -
আর ঠিক তখনি তোমায় মনে পড়ে। 
স্মৃতিরা আজ ঘিরে রাখে সেই কলরবের চিত্রকাহন;
বয়ে নিয়ে যাই অজানা স্রোতে ,
ভাসিয়ে দেয় পালহীন চোখের ভেলায়-
অনন্ত-অপার -নীরব-নিরবিচ্ছিন্নতায় -
                       তোমায় মনে পড়ে।  
                                 কলমে :-তিতলি 

Monday, 5 August 2019

নীরব ভ্রমর by তিতলি

নীরব ভ্রমর, কলমে :-তিতলি
নীরব ভ্রমর, কলমে :-তিতলি 


           : নীরব ভ্রমর :

মেলেছে ডানা , দূরের আকাশে -
      দিয়েছে আঘাত , গভীরে অন্তরে ;
সরে গেছ  তুমি আজ, দূরে আরও দূরে -
     একাকী মন তাই গুমরে মরে। 

নীরবে বিষন্নতা ঘিরেছে আমায় -
      অন্ধকার নেমেছে ছায়ায় ছায়ায়।;
 উড়েছে ধুলো তাই অজানা পথে -
      চোখের জলে আজও তোমার স্মৃতিতে। 

বাড়াওনি হাত আর আমার পানে -
      অন্য নকশা আজ তোমার পথের টানে;
জাল বুনেছে সেই কুয়াশা মাখা রোড -
      পথ রাখেনি এই ফেরারি মন। 

যদি জানতে চাও , বলবো আমি তাই 
       আশার আমি আর আমার একাকীত্বতাই 
সোরেই যখন গেছ , যাও আরও দূরে 
      একাকী মন আজও গুমরে মরে। 
কলমে :-তিতলি 

Wednesday, 24 April 2019

অন্তহীন by Titli

অন্তহীন  :- Bengali Poem by Titli
অন্তহীন by তিতলি 

জানিনা এই দুরন্ত কেন অন্তহীন 
            দৃষ্টি আছে অপেক্ষায় , পলকবিহীন। 
মর্মস্পর্শী হৃদয় আজ বেঁধেছে সাতটি সুর ,
            চেনা অচেনার জানালা তুমি , নীল সমুদ্দুর।
আড়চোখা রোদ দেখো ফিরে তাকায় বারে 
           বৃষ্টিভেজা আদর - তোমায় নিয়ে খেলা করে। 
স্নিগ্ধ শীতল আলতো পরশ , লুকিয়ে রাখে গহন ,
           ভালোলাগে ভালোবাসায় দাও ছলনার দহন। 
ডাক দিয়েছি, ডাক শুনেছি ; এই ভাবুক মন,
            আলো আঁধারির খেলা তবু, চলছে নিরন্তন।
জানিনা এই দুরন্ত , কেন অন্তহীন,
            দৃষ্টি আছে অপেক্ষায়, পলকবিহীন। 
                                                                          --তিতলি 




Tuesday, 9 April 2019

প্রেমপত্র by Titli

"প্রেমপত্র" a Poem by Titli
প্রেমপত্র

প্রেমপত্র

মেঘ তুই বড্ড বাজে, কথা বলিসনা যে !
জানিসনা তুই কথা না বললে আমার ভালো লাগে না মোটে। 
এই তো সেদিন দিব্বি ছিলিস, কি হলো আজ হঠাৎ!
কুয়াশা মাখা চাদর জড়িয়ে কোথায় গেলি আজ?
হোয়াটস্যাপ এ দেখ মেসেজ করেছি, রিপ্লাই নেই তোর,
একা একা বসে তাই আনমনা মন মোর। 
জানিস সেদিন দেখা হলো রোদ্দুরের সাথে,
আমায় দেখে বললো হেসে " কিরে মেঘ নেই যে সাথে !"
লজ্জা আমার ভীষণ হলো, কি যে করি ছাই ,
চলনা, তুই আর আমি কোথাও একটু পালাই। 
একটু নাহয় করবো খেলা , তোর পিঠেতে চড়ে,
দুফোটা নাহয় জলের ছিটে পড়বে ধুলোর ওপরে। 
নীল দাদা রোজ রং ছড়িয়ে ভাসাচ্ছে তার ভেলা,
আর আমায় তুই ফেলে রেখে করছিস  অবহেলা। 
ধুর, ভালো লাগেনা, কথা বলবোনা যা !
কতক্ষন ধরে আছি বসে,মেসেজ তাই সীন হচ্ছেনা।
আয়না মেঘ , বলনা মেঘ, কি হয়েছে তোর?
আমি তো আছি, চিন্তা কিসের, আমি যে শুধুই তোর। 
                                                                                                
                                                                                                                   ----- Titli