বাইরের জানালা by তিতলি
বাইরের জানালা by তিতলি |
বাইরের জানালা
অনেক বছর পর যখন স্মৃতির বিছানায়জড়িয়ে থাকা তোমার সেই অগোছালো রাত ,
এক একটা তারা খসা -মনের চিলেকোঠায়
তোমায় মনে পড়ে।
বন্ধুত্ব, ভালোলাগা আর অবুঝ পৃথিবী ,
বয়ে চলা স্থির নদী পাড় -
আর সম্পর্কের নীরব হাতছানি।
সময়ের সাথে মিশে যাওয়ার অন্তরঙ্গ,
আর অদম্য উচ্ছাসের মেলবন্ধনী -
আর ঠিক তখনি তোমায় মনে পড়ে।
স্মৃতিরা আজ ঘিরে রাখে সেই কলরবের চিত্রকাহন;
বয়ে নিয়ে যাই অজানা স্রোতে ,
ভাসিয়ে দেয় পালহীন চোখের ভেলায়-
অনন্ত-অপার -নীরব-নিরবিচ্ছিন্নতায় -
তোমায় মনে পড়ে।
কলমে :-তিতলি
Osadharon❤
ReplyDeleteDarun
ReplyDelete