Showing posts with label Sampurna. Show all posts
Showing posts with label Sampurna. Show all posts

Tuesday, 11 June 2019

আমাদের বসন্ত by Sampurna Mitra


amader basonto by sampurna mitra
আমাদের বসন্ত

আজ রঙের দিন 
চারিদিক  রঙিন মরীচিকা,
সবাই ভীষণ মেতে আছে। 
কিন্তু, আমাদের বসন্তটা 
অনেকখানি বেরঙিন;
অভিমানে সব রং ধূসর হয়ে আছে 
ঠোঁটের ডগায়, লাল আবিরে; 
তোমাকে ওরা ছুতে পারেনি তাই। 
কিন্তু আমি জানি 
আমাদের বসন্তটা 
আবার রঙিন হবে;
যখন আমার মনের রং গুলো 
তোমাকে ছোঁবে ,
আবার কোকিল ডাকবে ,
আবার শিমুল -পলাশ ফুটবে ,
সবাই আবার রঙে মাতবে। 
আর আমরা ভালোবাসার রঙে 
লাল হবো আবার একসাথে। 
কলমে -সম্পূর্ণা মিত্র 
Sampurna Mitra
Sampurna Mitra 

Saturday, 11 May 2019

গভীর আকর্ষণ by Sampurna Mitra

গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র
গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র

তোমার চোখে চোখ রেখে,
ভেসে যেতে পারি বহুদূর।
তোমার গভীর রহস্যময় অবয়বের দিকে তাকিয়ে 
আমি মুগ্ধ হয়ে যাই, 
কোথায় যেন হারিয়ে যাই। 
ভুলে যাই সব সম্পর্ক ,
ভুলে যাই সব পিছুটান ,
মাধ্যাকর্ষণের চেয়েও বেশি টানে 
যেন আকর্ষিত হই ;
তোমাতেই যেন মিশে যেতে চাই 
বারবার --
                                                                                                                 --সম্পূর্ণা মিত্র 
Sampurna Mitra
Sampurna Mitra