" আমার স্বপ্নের কোলকাতা " by Mr. Arup Mitra
" আমার স্বপ্নের কোলকাতা " by Mr. Arup Mitra |
--------------------------------------
আমার স্বপ্নের শহর কোলকাতা!
লক্ষ মানুষের কলস্বরে মুখরিত কল্লোলিনী কোলকাতা!
আমার শৈশব, কৈশোরের স্মৃতিতে উজ্জ্বল তুমি,
বঙ্গের হৃদয়ের মধ্য মনি, তোমাকে জড়িয়ে আছে কত
ভূখা মানুষের বাসভূমি।
ফুটপাতে বেড়ে ওঠা
প্রজন্মের মাথায় তোমার মমতাময়ী হাত।
নির্মল হৃদয় নিয়ে তুমি
দাঁড়িয়ে আছো ভোর থেকে রাত।
ঝলমলে আলোতে রাতে কারো চোখেও পড়েনি
তোমার অশ্রুপাত।
পৃথিবীর কাছে তুমি স্মৃতির শহর
City of Joy!
তোমার তিনশো তিরিশতম জন্মদিনে
তোমাকে সদা হারাবার ভয়।
তুমি ছিলে, তুমি আছো
তুমি থাকবে চিরকাল, আমার ভূবনময়।
-------------------------------------------------
কলমে : শ্রী অরূপ মিত্র
Arup Mitra
|
0 Comments:
Post a Comment