গভীর আকর্ষণ by Sampurna Mitra
গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র |
তোমার চোখে চোখ রেখে,
ভেসে যেতে পারি বহুদূর।
তোমার গভীর রহস্যময় অবয়বের দিকে তাকিয়ে
আমি মুগ্ধ হয়ে যাই,
কোথায় যেন হারিয়ে যাই।
ভুলে যাই সব সম্পর্ক ,
ভুলে যাই সব পিছুটান ,
মাধ্যাকর্ষণের চেয়েও বেশি টানে
যেন আকর্ষিত হই ;
তোমাতেই যেন মিশে যেতে চাই
বারবার --
--সম্পূর্ণা মিত্র
Sampurna Mitra |
JIOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO ANNOPURNA
ReplyDelete