Saturday, 11 May 2019

গভীর আকর্ষণ by Sampurna Mitra





গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র
গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র

তোমার চোখে চোখ রেখে,
ভেসে যেতে পারি বহুদূর।
তোমার গভীর রহস্যময় অবয়বের দিকে তাকিয়ে 
আমি মুগ্ধ হয়ে যাই, 
কোথায় যেন হারিয়ে যাই। 
ভুলে যাই সব সম্পর্ক ,
ভুলে যাই সব পিছুটান ,
মাধ্যাকর্ষণের চেয়েও বেশি টানে 
যেন আকর্ষিত হই ;
তোমাতেই যেন মিশে যেতে চাই 
বারবার --
                                                                                                                 --সম্পূর্ণা মিত্র 
Sampurna Mitra
Sampurna Mitra

1 comment:

  1. JIOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO ANNOPURNA

    ReplyDelete