কার লাগি সখী ? by Sufiuddin Ahmed.
কার লাগি সখী? |
কার লাগি সখী?
কার লাগি সখী বাঁধিয়া পরাণ
আমারে করিলা হেলা;
তীরে ডুবাইয়া ডিঙিখানি মোর
কার ঘাটে বাঁধো ভেলা?
কেন প্রভাতের তরুণ অরুণ
ডুবিছে কিশোর বেলা?
আকাশ জুড়িয়া প্লাবিয়া আসিছে
আঁধার কালোর খেলা ।
প্রাতে যে শিশির মুক্তধারা-
বেলা হলে অজ্ঞাত,
রবির কিরণে মুখ ফিরায়ে
অশ্রু শিশিরে স্নাত।
কার লাগি নাচো,কার লাগি গাও;
সাজাও কুসুমদোলা?
কার লাগি গাঁথো নকশী কাঁথনে
হাজার সুখের মেলা?
আজি এ নিশীথে স্তব্দ্ধ বাতাস
কয়ে যায় কানে কানে-
জ্যোৎস্না হাঁসিয়া তোমাতে মিলেছে
মিশিয়াছে তব কাননে।
দূর হতে তাই স্পর্শ পাঠাই-
ব্যর্থ চরণ-বন্দনায়;
আজো বুনে চলি রূপকথাদের
ভালোবাসারই কল্পনায়।
ভালোবেসে সখী হরিলা হৃদয়,
কেমনে সে ব্যাথা সইবো?
কত ভালোবাসি আঁখিজলে ভাঁসি
কেমনে সে কথা কইবো?
মর্মর স্মৃতি আগলে নিশীথে
ভাঙা ডিঙিখানি বাইবো,
ভালোবেসে তবু যাব চিরকাল
শুধু তোমারইতো রইবো।
রহিয়াছি আজো শতনিশী জাগি
সহিয়া অবহেলা ;
কার লাগি সখী বাঁধিয়া পরাণ
আমারে করিলা হেলা ।।
--Sufiuddin Ahmed.Sufiuddin Ahmed |
sundor
ReplyDeleteDaruuunn
ReplyDelete