Friday, 9 August 2019

স্পর্ধা by Mrs. Mala Ghosh





https://www.youeducare.online/2019/08/mala-ghosh-1.html
স্পর্ধা by Mala Ghosh (Mitra)

স্পর্ধা

--------

অভিমানে আর ফোন নেই --
নেই কোনো কথা ।
হাওয়ায় ধাক্কা লেগে
নির্জন সময় গুলো বয়ে চলে।
মস্তিষ্কের ভিতর চলে রক্তক্ষরণ
এপ্রান্ত থেকে সেপ্রান্ত করে
আমিও হয়ে পড়ি মৃতবৎ ।
কিছু কিছু কষ্ট সারাজীবন 

বাসা বেঁধে থেকে যায় ।
ছন্নছাড়া নিঃসঙ্গতাকে উড়িয়ে নিয়ে যায়--
পিছনে লম্বা ছায়া সামনে আসে , 

মুহূর্মুহূ ঝড় ওঠে ....
বছরের পর বছর কোন্ জলের তলায়
চুপ করে শুয়েছিল ।
হঠাৎ তেরছা হয়ে
এক টুকরো আলো এসে পড়ল চোখে....
ঠোঁটে শুধু হাসি ছিল
গভীর নাভিতে কারুকাজ ।

Mala Ghosh (Mitra)
Mala Ghosh (Mitra)


0 Comments:

Post a Comment