Monday, 5 August 2019

নীরব ভ্রমর by তিতলি





নীরব ভ্রমর, কলমে :-তিতলি
নীরব ভ্রমর, কলমে :-তিতলি 


           : নীরব ভ্রমর :

মেলেছে ডানা , দূরের আকাশে -
      দিয়েছে আঘাত , গভীরে অন্তরে ;
সরে গেছ  তুমি আজ, দূরে আরও দূরে -
     একাকী মন তাই গুমরে মরে। 

নীরবে বিষন্নতা ঘিরেছে আমায় -
      অন্ধকার নেমেছে ছায়ায় ছায়ায়।;
 উড়েছে ধুলো তাই অজানা পথে -
      চোখের জলে আজও তোমার স্মৃতিতে। 

বাড়াওনি হাত আর আমার পানে -
      অন্য নকশা আজ তোমার পথের টানে;
জাল বুনেছে সেই কুয়াশা মাখা রোড -
      পথ রাখেনি এই ফেরারি মন। 

যদি জানতে চাও , বলবো আমি তাই 
       আশার আমি আর আমার একাকীত্বতাই 
সোরেই যখন গেছ , যাও আরও দূরে 
      একাকী মন আজও গুমরে মরে। 
কলমে :-তিতলি 

0 Comments:

Post a Comment