Thursday, 25 April 2019

স্মৃতির ভিটে-বাড়ি by Koushambi





bangla kobita স্মৃতির ভিটে-বাড়ি by কৌশাম্বী ,
স্মৃতির ভিটে-বাড়ি


সংস্কার দিয়ে হোক রোজ সূর্যোদয় 
ঠাকুরদার দেওয়া নাম থাকুক অক্ষয়,
ঠাকুমার গল্পে আসুক চোখ এঁটে 
জীবনযাত্রার সহযাত্রী হোক নিজের রক্ত ,নিজের ভিটে। 

সময় হলে প্রশ্ন কোরো তোমার বাবাকে -
"কত ভালোবাসে সে মাথার ছাদকে ?"
এক ইঞ্চি জমির জন্য কেন এতো মারামারি 
বাপ্-ঠাকুরদার স্মৃতির ইটে গাঁথা হয় বাড়ি।

মনে করো একবার, বাড়ির তুলসীতলা 
কত অশ্রুজলে সিক্ত, কত বিদায়বেলা। 
বাড়ির উঠোন যেন ইতিহাসের পাতা 
মেপে রেখেছে কত গম পিষেছে, -ঠাকুমার যাতা। 

ভাইবোনের কোলাকুলি, কিতকিত , মারামারি 
সবাই মিলে  শেষ করি,একই ভাতের হাঁড়ি।
শতকের বৃদ্ধতা কাটিয়ে আজও দিচ্ছে পাড়ি, 
স্মৃতির মায়াজালে বন্দি কত ভিটে-বাড়ি।

                                                                                              --কৌশাম্বী 
Koushambi Bagchi, Bengali Writer
Koushambi 

2 comments: