চল খুঁজি by Poulomi Biswas
চল খুঁজি
চল খুঁজে নিই -
অচেনা স্মৃতির ভিড়ের মাঝে চেনা কোনো মুখ ,
খুঁজে নিই -
ক্লান্ত মুখে নেমে আসা সুখের যে সুখ ,
খুঁজে ফেলি -
ছাদের আলশেতে দাঁড়িয়ে তারা গোনা সে অবয়ব
খুঁজে ফেলি -
বর্ষার জলে স্নাত গুল্মের সেই সিক্ত পল্লব।
অতর্কিতে
হেসে ফেলা সেই দুস্টু মুখ ;
বা,
আনমনে চেয়ে থাকা করুন সেই দুটি চোখ ,
হেরে যাওয়া চোখের শুন্য সে দৃষ্টি ;
তানপুরার প্রতি টানে বেজে ওঠা সুরের সে সৃষ্টি।
চল না খুঁজি -
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতাটা ,
বাস্তবের হাতছানি যেখানে ধরা দেয় অযথা;
চল না আবারও খুঁজে নিই -
হোক কিছুটা আসল , কিছুটা নকল।,
তবুও কিছুটা তো দামি।
অচেনা স্মৃতির ভিড়ের মাঝে চেনা কোনো মুখ ,
খুঁজে নিই -
ক্লান্ত মুখে নেমে আসা সুখের যে সুখ ,
খুঁজে ফেলি -
ছাদের আলশেতে দাঁড়িয়ে তারা গোনা সে অবয়ব
খুঁজে ফেলি -
বর্ষার জলে স্নাত গুল্মের সেই সিক্ত পল্লব।
অতর্কিতে
হেসে ফেলা সেই দুস্টু মুখ ;
বা,
আনমনে চেয়ে থাকা করুন সেই দুটি চোখ ,
হেরে যাওয়া চোখের শুন্য সে দৃষ্টি ;
তানপুরার প্রতি টানে বেজে ওঠা সুরের সে সৃষ্টি।
চল না খুঁজি -
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতাটা ,
বাস্তবের হাতছানি যেখানে ধরা দেয় অযথা;
চল না আবারও খুঁজে নিই -
হোক কিছুটা আসল , কিছুটা নকল।,
তবুও কিছুটা তো দামি।
0 Comments:
Post a Comment