Friday, 2 August 2019

কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas





কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas
কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas

কবিতাটা এখন আর আসেনা 

এখন আর কবিতা আসে না -
আসে না কোনো ছন্দ।
বৃষ্টি যখন তোকে দুহাত মেলে ছুঁতে চায়
তার প্রতি ফোঁটায়  যখন তুই ভিজতে চাস ;
প্রতি ফোঁটায় যখন তুই হারিয়ে যেতে চাস
তখন আমার কবিতা আসে না।
বিকেলের আকাশ রাঙানো সেই রবি ,
যখন তোকে রাঙাতে চায় ;
রাঙিয়ে দিতে চায় , তোর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ -
বিশ্বাস কর , কবি হবার ইচ্ছাটা তখনোও আমার ঠিক হয়না,

চায়ের কাপের শেষ চুমুকে,
জীবনের শেষ মূহূর্তটাকে পান করার সাক্ষী হতেও
কবিতাটা আমার ঠিক আসে না।
পথ চলতি মায়ের  কোলে জড়ানো বাচ্চার
সেই অমায়িক হাসি;
খোলা আকাশে বাঁধন ছাড়া উড়ে যাওয়া পাখির সারি ;
বাস্তবের এক নিদারুন হাতছানি,
মনে করিয়ে দেয় সব চাওয়া না পাওয়ার হিসেব।
মনে করিয়ে দেয় মন যে আজ মনেরই কারাগারে বন্দি।
কি করে বলি বল-কবিতাটা সত্যিই আমার আর আসে না।।
           --পৌলমী
Poulomi Biswas
Poulomi Biswas


0 Comments:

Post a Comment