Tuesday, 11 June 2019

আমাদের বসন্ত by Sampurna Mitra






amader basonto by sampurna mitra
আমাদের বসন্ত

আজ রঙের দিন 
চারিদিক  রঙিন মরীচিকা,
সবাই ভীষণ মেতে আছে। 
কিন্তু, আমাদের বসন্তটা 
অনেকখানি বেরঙিন;
অভিমানে সব রং ধূসর হয়ে আছে 
ঠোঁটের ডগায়, লাল আবিরে; 
তোমাকে ওরা ছুতে পারেনি তাই। 
কিন্তু আমি জানি 
আমাদের বসন্তটা 
আবার রঙিন হবে;
যখন আমার মনের রং গুলো 
তোমাকে ছোঁবে ,
আবার কোকিল ডাকবে ,
আবার শিমুল -পলাশ ফুটবে ,
সবাই আবার রঙে মাতবে। 
আর আমরা ভালোবাসার রঙে 
লাল হবো আবার একসাথে। 
কলমে -সম্পূর্ণা মিত্র 
Sampurna Mitra
Sampurna Mitra 

1 comment: