Tuesday 11 June 2019

আমাদের বসন্ত by Sampurna Mitra






amader basonto by sampurna mitra
আমাদের বসন্ত

আজ রঙের দিন 
চারিদিক  রঙিন মরীচিকা,
সবাই ভীষণ মেতে আছে। 
কিন্তু, আমাদের বসন্তটা 
অনেকখানি বেরঙিন;
অভিমানে সব রং ধূসর হয়ে আছে 
ঠোঁটের ডগায়, লাল আবিরে; 
তোমাকে ওরা ছুতে পারেনি তাই। 
কিন্তু আমি জানি 
আমাদের বসন্তটা 
আবার রঙিন হবে;
যখন আমার মনের রং গুলো 
তোমাকে ছোঁবে ,
আবার কোকিল ডাকবে ,
আবার শিমুল -পলাশ ফুটবে ,
সবাই আবার রঙে মাতবে। 
আর আমরা ভালোবাসার রঙে 
লাল হবো আবার একসাথে। 
কলমে -সম্পূর্ণা মিত্র 
Sampurna Mitra
Sampurna Mitra 

1 comment: