Wednesday, 24 April 2019

অন্তহীন by Titli





অন্তহীন  :- Bengali Poem by Titli
অন্তহীন by তিতলি 

জানিনা এই দুরন্ত কেন অন্তহীন 
            দৃষ্টি আছে অপেক্ষায় , পলকবিহীন। 
মর্মস্পর্শী হৃদয় আজ বেঁধেছে সাতটি সুর ,
            চেনা অচেনার জানালা তুমি , নীল সমুদ্দুর।
আড়চোখা রোদ দেখো ফিরে তাকায় বারে 
           বৃষ্টিভেজা আদর - তোমায় নিয়ে খেলা করে। 
স্নিগ্ধ শীতল আলতো পরশ , লুকিয়ে রাখে গহন ,
           ভালোলাগে ভালোবাসায় দাও ছলনার দহন। 
ডাক দিয়েছি, ডাক শুনেছি ; এই ভাবুক মন,
            আলো আঁধারির খেলা তবু, চলছে নিরন্তন।
জানিনা এই দুরন্ত , কেন অন্তহীন,
            দৃষ্টি আছে অপেক্ষায়, পলকবিহীন। 
                                                                          --তিতলি 




1 comment: