শেষ_ক্ষমা by Sufiuddin Ahmed
শেষ_ক্ষমা |
শেষ_ক্ষমা
হ্যাঁ হয়েছে কষ্ট, আঘাত পেয়েছি জানি।
তুই আসিস নি বলে.......
তুই ভালোবাসিস নি বলে...... ।
তাই বলে ক্ষমা !
সে সম্ভব নয় , পারবো না -কখনোই না ।
পারলে আমায় ক্ষমা করিস......
তোকে ক্ষমা না করতে পারার জন্য ।
আর ক্ষমা ! সে তো অন্যায়ের হয়;
কোন অন্যায় তো করিস নি তুই ।
কাউকে ভালোবাসা যদি অন্যায় না হয়.......
তবে কাউকে ভালো না বাসাকে
অন্যায় কেমনে বলি বল ?
আর আমিতো তোর অজান্তেই ভিজেছিলাম
তোর বৃষ্টিতে....... একা একা..... খুব গোপনে।
এতে তোরই বা দোষ কই??
আসলে জানিস কী.......
তোকে ক্ষমা করতে হলে আমায়
তোর ভালো না বাসাকে ভুলতে হবে ,,
তোকে ভুলতে হবে।
ভুলতে হবে আমার প্রথম কেনা গোলাপের
ডায়েরী পাতার ভাঁজে রুদ্ধশ্বাসের কাহিনী ।
-অন্তত এজীবনে তা সম্ভব নয়~
পারবো না... আসলে চাইনা তো ভুলতে সেসব!
তবে...... সেদিন করবো ক্ষমা-
ভুলে যাব তোর ভালো না বাসাকে...
যেদিন তোর সাথে তোরই বৃষ্টিতে ভিজতে দিবি..
আর বৃষ্টি শেষে ছুঁয়ে যাবি রামধনু হয়ে....
সবার ভিড়ে ঠিক আমাকে খুঁজে নিয়ে।
যেদিন তোর স্পর্শে আবার প্রাণ পাবে,
মুর্ছা যাওয়া সেই শখের গোলাপখানি.... ।
যেদিন তোর ভালো না বাসাকে ভরিয়ে দিবি
বিন্দু বিন্দু ভালোবাসার শ্রাবণ শিশিরে!
তাইতো এখনো বেঁচে আছি -
তোর ভালো না বাসাকেই আঁকড়ে ধরে....
শেষ ক্ষমার অশেষ অপেক্ষায় !!!
--Sufiuddin Ahmed
Lovely
ReplyDelete