Thursday, 11 July 2019

আকাশ-ভাগ by Koushambi






আকাশ-ভাগ 

আকাশ-ভাগ by koushambi
আকাশ-ভাগ

আলো - আধার, বিশ্বাস -অবিশ্বাস,
এক অদ্ভুত খুশি আশঙ্কা;
এলোপাথাড়ি হৃদয়ে বাজে 
সন্ধ্যেয় রণনের ডঙ্কা। 

মিষ্টি বিশ্বাসের নদী 
নোনা সাগরে মেশে  যদি ;
বুকটা স্মৃতির ঢেউ এ জ্বলে 
লবনাক্ত মন , রক্তিম অনলে। 

রোজ দেখি দিগন্ত রেখাতলে 
আলো - আধার যুদ্ধে নেমে পরে,
এক প্রকান্ড সূর্য, আর জোৎস্না রাতের চাঁদ 
বাহুবলে আকাশ ভাগ করে,
ঠান্ডা গরমের ভালোবাসায় 
আজও আকাশ কেঁদে মরে। 

                                                                                              --কৌশাম্বী 
Koushambi Bagchi, Bengali Writer
Koushambi 



0 Comments:

Post a Comment