A Blog About Exams, Syllabus, Eligibility Criteria, Subjects and Subject Related Institutions
Friday, 23 August 2019
" সীমাবদ্ধ " by Mr. Arup Mitra
" সীমাবদ্ধ " by by Mr. Arup Mitra |
সীমাবদ্ধ
এখন আমরা কোন গোপন রোগে ভুগছি
কিছু অপকারি ভাইরাস বংশ বিস্তার করছে
আমাদের মনের গভীরে।
আমরা ক্রমশ সীমাবদ্ধ হয়ে যাচ্ছি।
সন্দেহ জাতীয় কোন গোপন অসুখ
কেড়ে নিচ্ছে সব সুখ।
শুষে নিচ্ছে আমাদের শুদ্ধতম চেতনার
প্রতি বিন্দু রস।
########################
কে আছো? কে আছো দূরের বন্ধু! কাছে এসো
এই অবিশ্বাসের সাহারায় অন্তত একটা
মরুদ্যান গড়ি।
কিছু অপকারি ভাইরাস বংশ বিস্তার করছে
আমাদের মনের গভীরে।
আমরা ক্রমশ সীমাবদ্ধ হয়ে যাচ্ছি।
সন্দেহ জাতীয় কোন গোপন অসুখ
কেড়ে নিচ্ছে সব সুখ।
শুষে নিচ্ছে আমাদের শুদ্ধতম চেতনার
প্রতি বিন্দু রস।
########################
কে আছো? কে আছো দূরের বন্ধু! কাছে এসো
এই অবিশ্বাসের সাহারায় অন্তত একটা
মরুদ্যান গড়ি।
কলমে : শ্রী অরূপ মিত্র
Thursday, 15 August 2019
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra
" শুধু যাওয়া আসা " by Mr. Arup Mitra |
" শুধু যাওয়া আসা "
ঘাটের ধারে বাঁধা ছিল ছোট্ট নৌকাটি।
শান্ত দুপুর ব্যস্ত ঘুঘু ডাকছিল একটানা
নদীর জলে ঘাটের ছায়ায় কাঁপছে আকাশ মাটি।
শান্ত আকাশ বইছে ধীরে উদাসী এক হাওয়ামনের মধ্যে পুরনো স্মৃতি করছিল আসা যাওয়া।
নদী ছিল ঘাটও ছিল মাঝিই ছিল না
এপার থেকে ওপারেতে যাওয়াই হলনা।
Monday, 12 August 2019
" তুমি " by Mr. Arup Mitra
Friday, 9 August 2019
স্পর্ধা by Mrs. Mala Ghosh
স্পর্ধা by Mala Ghosh (Mitra) |
স্পর্ধা
--------
অভিমানে আর ফোন নেই --নেই কোনো কথা ।
হাওয়ায় ধাক্কা লেগে
নির্জন সময় গুলো বয়ে চলে।
মস্তিষ্কের ভিতর চলে রক্তক্ষরণ
এপ্রান্ত থেকে সেপ্রান্ত করে
আমিও হয়ে পড়ি মৃতবৎ ।
কিছু কিছু কষ্ট সারাজীবন
বাসা বেঁধে থেকে যায় ।
ছন্নছাড়া নিঃসঙ্গতাকে উড়িয়ে নিয়ে যায়--
পিছনে লম্বা ছায়া সামনে আসে ,
মুহূর্মুহূ ঝড় ওঠে ....
বছরের পর বছর কোন্ জলের তলায়
চুপ করে শুয়েছিল ।
হঠাৎ তেরছা হয়ে
এক টুকরো আলো এসে পড়ল চোখে....
ঠোঁটে শুধু হাসি ছিল
গভীর নাভিতে কারুকাজ ।
--- মালা ঘোষ (মিত্র)
Mala Ghosh (Mitra) |
Monday, 5 August 2019
নীরব ভ্রমর by তিতলি
নীরব ভ্রমর, কলমে :-তিতলি |
: নীরব ভ্রমর :
মেলেছে ডানা , দূরের আকাশে -দিয়েছে আঘাত , গভীরে অন্তরে ;
সরে গেছ তুমি আজ, দূরে আরও দূরে -
একাকী মন তাই গুমরে মরে।
নীরবে বিষন্নতা ঘিরেছে আমায় -
অন্ধকার নেমেছে ছায়ায় ছায়ায়।;
উড়েছে ধুলো তাই অজানা পথে -
চোখের জলে আজও তোমার স্মৃতিতে।
বাড়াওনি হাত আর আমার পানে -
অন্য নকশা আজ তোমার পথের টানে;
জাল বুনেছে সেই কুয়াশা মাখা রোড -
পথ রাখেনি এই ফেরারি মন।
যদি জানতে চাও , বলবো আমি তাই
আশার আমি আর আমার একাকীত্বতাই
সোরেই যখন গেছ , যাও আরও দূরে
একাকী মন আজও গুমরে মরে।
কলমে :-তিতলি
Friday, 2 August 2019
কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas
কবিতাটা এখন আর আসেনা by Poulomi Biswas |
কবিতাটা এখন আর আসেনা
এখন আর কবিতা আসে না -আসে না কোনো ছন্দ।
বৃষ্টি যখন তোকে দুহাত মেলে ছুঁতে চায়
তার প্রতি ফোঁটায় যখন তুই ভিজতে চাস ;
প্রতি ফোঁটায় যখন তুই হারিয়ে যেতে চাস
তখন আমার কবিতা আসে না।
বিকেলের আকাশ রাঙানো সেই রবি ,
যখন তোকে রাঙাতে চায় ;
রাঙিয়ে দিতে চায় , তোর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ -
বিশ্বাস কর , কবি হবার ইচ্ছাটা তখনোও আমার ঠিক হয়না,
চায়ের কাপের শেষ চুমুকে,
জীবনের শেষ মূহূর্তটাকে পান করার সাক্ষী হতেও
কবিতাটা আমার ঠিক আসে না।
পথ চলতি মায়ের কোলে জড়ানো বাচ্চার
সেই অমায়িক হাসি;
খোলা আকাশে বাঁধন ছাড়া উড়ে যাওয়া পাখির সারি ;
বাস্তবের এক নিদারুন হাতছানি,
মনে করিয়ে দেয় সব চাওয়া না পাওয়ার হিসেব।
মনে করিয়ে দেয় মন যে আজ মনেরই কারাগারে বন্দি।
কি করে বলি বল-কবিতাটা সত্যিই আমার আর আসে না।।
Poulomi Biswas
|
Tuesday, 23 July 2019
চল খুঁজি by Poulomi Biswas
চল খুঁজি
চল খুঁজে নিই -
অচেনা স্মৃতির ভিড়ের মাঝে চেনা কোনো মুখ ,
খুঁজে নিই -
ক্লান্ত মুখে নেমে আসা সুখের যে সুখ ,
খুঁজে ফেলি -
ছাদের আলশেতে দাঁড়িয়ে তারা গোনা সে অবয়ব
খুঁজে ফেলি -
বর্ষার জলে স্নাত গুল্মের সেই সিক্ত পল্লব।
অতর্কিতে
হেসে ফেলা সেই দুস্টু মুখ ;
বা,
আনমনে চেয়ে থাকা করুন সেই দুটি চোখ ,
হেরে যাওয়া চোখের শুন্য সে দৃষ্টি ;
তানপুরার প্রতি টানে বেজে ওঠা সুরের সে সৃষ্টি।
চল না খুঁজি -
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতাটা ,
বাস্তবের হাতছানি যেখানে ধরা দেয় অযথা;
চল না আবারও খুঁজে নিই -
হোক কিছুটা আসল , কিছুটা নকল।,
তবুও কিছুটা তো দামি।
অচেনা স্মৃতির ভিড়ের মাঝে চেনা কোনো মুখ ,
খুঁজে নিই -
ক্লান্ত মুখে নেমে আসা সুখের যে সুখ ,
খুঁজে ফেলি -
ছাদের আলশেতে দাঁড়িয়ে তারা গোনা সে অবয়ব
খুঁজে ফেলি -
বর্ষার জলে স্নাত গুল্মের সেই সিক্ত পল্লব।
অতর্কিতে
হেসে ফেলা সেই দুস্টু মুখ ;
বা,
আনমনে চেয়ে থাকা করুন সেই দুটি চোখ ,
হেরে যাওয়া চোখের শুন্য সে দৃষ্টি ;
তানপুরার প্রতি টানে বেজে ওঠা সুরের সে সৃষ্টি।
চল না খুঁজি -
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতাটা ,
বাস্তবের হাতছানি যেখানে ধরা দেয় অযথা;
চল না আবারও খুঁজে নিই -
হোক কিছুটা আসল , কিছুটা নকল।,
তবুও কিছুটা তো দামি।
Thursday, 11 July 2019
আকাশ-ভাগ by Koushambi
আকাশ-ভাগ
আলো - আধার, বিশ্বাস -অবিশ্বাস,
এক অদ্ভুত খুশি আশঙ্কা;
এলোপাথাড়ি হৃদয়ে বাজে
সন্ধ্যেয় রণনের ডঙ্কা।
মিষ্টি বিশ্বাসের নদী
নোনা সাগরে মেশে যদি ;
বুকটা স্মৃতির ঢেউ এ জ্বলে
লবনাক্ত মন , রক্তিম অনলে।
রোজ দেখি দিগন্ত রেখাতলে
আলো - আধার যুদ্ধে নেমে পরে,
এক প্রকান্ড সূর্য, আর জোৎস্না রাতের চাঁদ
বাহুবলে আকাশ ভাগ করে,
ঠান্ডা গরমের ভালোবাসায়
আজও আকাশ কেঁদে মরে।
--কৌশাম্বী
Koushambi
|
Tuesday, 11 June 2019
আমাদের বসন্ত by Sampurna Mitra
আমাদের বসন্ত |
আজ রঙের দিন
চারিদিক রঙিন মরীচিকা,
সবাই ভীষণ মেতে আছে।
কিন্তু, আমাদের বসন্তটা
অনেকখানি বেরঙিন;
অভিমানে সব রং ধূসর হয়ে আছে
ঠোঁটের ডগায়, লাল আবিরে;
তোমাকে ওরা ছুতে পারেনি তাই।
কিন্তু আমি জানি
আমাদের বসন্তটা
আবার রঙিন হবে;
যখন আমার মনের রং গুলো
তোমাকে ছোঁবে ,
আবার কোকিল ডাকবে ,
আবার শিমুল -পলাশ ফুটবে ,
সবাই আবার রঙে মাতবে।
আর আমরা ভালোবাসার রঙে
লাল হবো আবার একসাথে।
কলমে -সম্পূর্ণা মিত্র
Sampurna Mitra |
Saturday, 1 June 2019
ভুলে যাবি আমায়? by ইলান
ভুলে যাবি আমায়? |
কিন্তু তোকে নিয়ে লিখলে যে শেষ হবেনা।আবার তোকে ছাড়া না লিখেই বা যাই কোথা! ইলেভেনের রেজাল্ট এর দিন স্কুলে সিঁড়িতে উঠতেই হঠাৎ দেখি তোকে,ভাবলাম " এ কে রে বাবা!আগে তো কখনও দেখিনি!" আসলে প্রেম ব্যাপারটা থেকে দূরে থাকলেও ছেলেদের স্টক করতে বরাবর ভালোই লাগত।এরপর স্কুলের অ্যাটেনডেন্স ও বাড়তে থাকে,তবে তোকে কয়েকবার দেখেছিলাম মাএ।আমার সবচেয়ে কাছের বন্ধু যখন ব্যর্থ হল তোকে খুঁজতে তখন আমি তোরই আর্টস এর এক বন্ধুর ফ্রেন্ডলিস্টে পাই তোকে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর স্কুল জীবন বিদায় নিলে ভাবিনি আর কখনো দেখা হতে পারে বলে।তবে তোর প্রতি হালকা ভালোলাগা ছিল তাই এইবার পরিচয় হয়ে গেল এক বন্ধুর ফেক আইডির মাধ্যমে।যেখানে তোকে করা প্রথম ম্যাসেজটাই ছিল,"Hey mahh crush!"উফফ্ ভাবলেই বীভৎস হাসি পায় এখন।তবে তুইও বলেছিলি আমাকে ম্যাসেজ করার ইচ্ছে তোর ও ছিল,কিন্তু করিসনি।যতোই বলিসনা কেন ইগোকে তুই পায়ের তলায় রাখিস,আদতে এটা ভীষণ মিথ্যে।অ্যাটিটা যে তোর বরাবর ছিল তা এখন বেশ বুঝি,অবশ্য তুই স্বীকার ও করিস সেটা।আমি ও কিছু কম যাইনা বাপু!তোর কথাতে হোয়াটসঅ্যাপ্ ইনস্টল করলে ও বেশ কয়েকদিন পর আমার আসল পরিচয় দিয়েছিলাম।তুই নাকি আগে কখনও কারোর পরিচয় জানতে এতোটা আগ্রহী হোসনি।ব্যাস তারপর ফেবু থেকে হোয়াটসঅ্যাপ থেকে রাতে ফোনে কথা বলা শুরু।কেমন যেন প্রেম প্রেম ব্যাপার!
তুই ল পড়তে যেতিস আর আমি নার্সিং।আবারও ভাবলাম আর বোধহয় দেখা হবে না!কিন্তু ঘটনাচক্রে দুজনেই একই বিষয়ে অনার্স নিয়ে একই স্যারের কাছে ভর্তি হলাম।ফার্স্ট সেম এর পরে দুজনেই আলাদা স্যারের কাছে গেলেও আবারও একসাথে হয়ে গেলাম।একসাথে পড়তে যাওয়া-আসা,মোমো অথবা বিরিয়ানি খাওয়া কিংবা মেলায় নাগরদোলা চড়া;সবটাই হতো।যদিও বেশিরভাগটাই ঘটতো আমার জোরাজুরিতে।অতিরিক্ত প্রশ্রয় দিতিস আমায়।এতোটা গুরুত্ব না দিলেই পারতিস,যখন বুঝতিস আমি তোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি।তাহলে হয়ত তোর হঠাৎ পরিবর্তনে এতোটা কষ্ট পেতাম না।আজ আর একসঙ্গে অটোতে করে পড়তে যাওয়া হয়না আমাদের।তুইও অপেক্ষা করিস না শেষ ট্রেনে আমার সঙ্গে বাড়ি ফেরার জন্য বা মন ভালো করার জন্য তোর বাড়ির পাশের দোকানটা থেকেও রোল খাওয়াস না আমায় কিংবা তোর বন্ধুর দোকানের সেই আড্ডাটাতেও বাদ পড়ে গেছি আমি।ওরা সবাই আমায় বৌদি বলত জানিস তুই?বলত তুই নাকি বলতে লজ্জা পাস।আবার এটাও বলত চোখে চোখেই নাকি ভালোবাসা হয়ে যায় সবসময় বলতে হয়না অথবা "যার ভালোবাসা যত বেশি,তার প্রকাশ তত কম।" আমি কি বোকা তাইনা!ওদের কথাগুলো অন্ধের মতো বিশ্বাস করেছিলাম।তবে আমার দোষটাও অস্বীকার করা যায় না!তুই না বলার পরেও তোর জন্য পাগলামি করে গেছি আমি।আসলে তোর কষ্টগুলো কখন যে আমার কষ্টে পরিণত হয়েছিল বুঝতেই পারিনি।
আজকাল তোকে রেড শার্টটা পরতে দেখিনাতো আর!মাঝে তো প্রায়ই পরতিস।আচ্ছা কেন এমন হল?তুই তো বলেছিলি,"তোর মতো কেউ কখনো ছিলনা,আর কখনো হবেও না।" আর তোর কবিতাগুলো?কাকে বলেছিলি "wait for me"?নাকি এটাও আমার মনের ভুল! সত্যি আর চাইনা তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে কিংবা নতুনভাবে কোনো যোগাযোগ করতে,ভুলে যেতে চাই তোকে।আর তাইতো আমার হাতে আঁকা তোর ছবিতে পূর্ণ আমার সিক্রেট ড্রয়িং খাতা অথবা তোর বাড়িতে অর্ডার দেওয়া আমার পছন্দের সেই ইয়ারফোনস্ দুটোই কলেজ থেকে ফেরার পথে শিয়ালদহ স্টেশনে এক পথশিশুকে দিয়ে এসেছি।ভীষণ কষ্ট হচ্ছিল ওই আঁকা গুলোর জন্য!খুব ইচ্ছে ছিল তোকে দেখানোর,তবে সম্ভব হল না।আমি আর একবারের জন্যেও ফিরে তাকাইনি জানিস,কোনো পিছুটান রাখিনি।কখনো কখনো অপূর্ণতাই হয়ত বা চরম প্রাপ্তি!
Monday, 27 May 2019
Current Affairs: 26th & 27th May
Current Affairs 2019 |
Current Affairs: 26th & 27th May
· In every year, 25th May is
celebrated as World Thyroid Day to promote awareness and understanding of
thyroid health and advances made in treating thyroid diseases. World Thyroid
Day was established in 2008 by European Thyroid Association & American
Thyroid Association.
· Donald Trump becomes the 1st
foreign leader to meet Japan’s enthroned Emperor Naruhito.
· Chandrani Murmu becomes the youngest
Lok Sabha MP at the age of 25 years.
· Apurvi Chandela wins Gold in 10m Air
Rifle at ISSF Munich World Cup.
· Mahesh Mangonkar wins Sekisui Open Title
for the second time in his career.
· Justice DN Patel appointed as nest
Chief Justice of Delhi High Court.
· SKM leader Prem Singh Golay will take
oath as new Chief Minister of Sikkim along with his council of minister at
Palzor Stadium in Gangtok.
· Indian badminton Chief Himanta Biswas
has been elected as the vice-president of badminton Asia’s development.
Saturday, 25 May 2019
Current Affairs: 25th May 2019
Current Affairs: May |
·
International Commonwealth day. Theme 2019 A Connected
Commonwealth
·
Uber has partnered with Australian tourist group Tourism
Queensland to offer the world’s 1st rideshare submarine, ScUber. ScUber
will offer rides to explore the Great Barrier Reef.
·
Akshay Kumar becomes the brand ambassador of TAFE, India’s 2nd
largest Tractor manufacture (by volumes).
·
Indian Contemporary artist Nalini Malani becomes the 1st
Indian to win Joan Miro Prize 2019, one of the most prestigious contemporary
art awards in the world. It is awarded every 2 years in the memory of Spanish
painter and sculptor Joan Miro’s life and work.
·
New Space India Limited, the commercial arm of Indian Space
Research Organization, was officially inaugurated in Bengaluru, by honorary
advisor Dr K Kasturirangan in the presence of chairmen Dr. K Sivan.
·
India bags 57 medals including 12 gold, 18 Silver & 27 Bronze
at India Open International Boxing tournament in Guwahati. Mary Kom, Shiva
Thapa, L Sarita Devi & Naman Tanwar won gold in their respective finals.
Download Current Affairs PDF 2019 Here:-
https://drive.google.com/open?id=1gcgdgliKh0Es2RFQux9Bkx0IFxYfmKl6
Download Current Affairs PDF 2019 Here:-
https://drive.google.com/open?id=1gcgdgliKh0Es2RFQux9Bkx0IFxYfmKl6
Saturday, 18 May 2019
Top Colleges for Sanskrit
Top Colleges for Sanskrit
Top Colleges for Sanskrit |
Sanskrit is a language of ancient India with a 3500 years history. It is the primary liturgical language of Hinduism and the predominant language of most works of Hindu Philosophy as well as some of the principal texts of Buddhism and Jainism.
Sanskrit is consider as the Mother of All Languages.
If you want to add it on your wishlist for higher-study you must know where to apply.
here is the list-
Top Colleges for Sanskrit in West Bengal:
2. Visva Bharati / বিশ্বভারতী :- http://vbu.ucanapply.com/entrance/Integration/entrance/?app-id=UElZMDAwMDAwMw==
4. Sanskrit College & University / সংস্কৃত কলেজ & ইউনিভার্সিটি :- http://sanskritcollegeanduniversity.org.in/
11. Acharya Prafulla Chandra College / আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ :- http://apccollege.ac.in/apchome.php
12. Barrackpore Rastraguru Surendranath College /
বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ :- https://brsnc.in/
17. Krishnachandra College / কৃষ্ণচন্দ্র কলেজ :- http://www.krishnachandracollege.in/
19. Kandi Raj College/ কান্দি রাজ্ কলেজ :- http://krc.edu.in/
20. Jhargram Raj College / ঝাড়গ্রাম রাজ্ কলেজ :- https://jrc.ac.in/
21. Narayangarh Government College / নারায়ণগড় গভর্নমেন্ট কলেজ :- http://www.narayangarhgovtcollege.org/narayangarhgovtcollege.org/welcome.html
24. Hijli College/ হিজলি কলেজ : - http://www.hijlicollege.org.in/
If you have any further Questions, Please comment below and let us know-
If you have any further Questions, Please comment below and let us know-
Saturday, 11 May 2019
গভীর আকর্ষণ by Sampurna Mitra
গভীর আকর্ষণ by সম্পূর্ণা মিত্র |
তোমার চোখে চোখ রেখে,
ভেসে যেতে পারি বহুদূর।
তোমার গভীর রহস্যময় অবয়বের দিকে তাকিয়ে
আমি মুগ্ধ হয়ে যাই,
কোথায় যেন হারিয়ে যাই।
ভুলে যাই সব সম্পর্ক ,
ভুলে যাই সব পিছুটান ,
মাধ্যাকর্ষণের চেয়েও বেশি টানে
যেন আকর্ষিত হই ;
তোমাতেই যেন মিশে যেতে চাই
বারবার --
--সম্পূর্ণা মিত্র
Sampurna Mitra |
Sunday, 5 May 2019
কার লাগি সখী ? by Sufiuddin Ahmed.
কার লাগি সখী? |
কার লাগি সখী?
কার লাগি সখী বাঁধিয়া পরাণ
আমারে করিলা হেলা;
তীরে ডুবাইয়া ডিঙিখানি মোর
কার ঘাটে বাঁধো ভেলা?
কেন প্রভাতের তরুণ অরুণ
ডুবিছে কিশোর বেলা?
আকাশ জুড়িয়া প্লাবিয়া আসিছে
আঁধার কালোর খেলা ।
প্রাতে যে শিশির মুক্তধারা-
বেলা হলে অজ্ঞাত,
রবির কিরণে মুখ ফিরায়ে
অশ্রু শিশিরে স্নাত।
কার লাগি নাচো,কার লাগি গাও;
সাজাও কুসুমদোলা?
কার লাগি গাঁথো নকশী কাঁথনে
হাজার সুখের মেলা?
আজি এ নিশীথে স্তব্দ্ধ বাতাস
কয়ে যায় কানে কানে-
জ্যোৎস্না হাঁসিয়া তোমাতে মিলেছে
মিশিয়াছে তব কাননে।
দূর হতে তাই স্পর্শ পাঠাই-
ব্যর্থ চরণ-বন্দনায়;
আজো বুনে চলি রূপকথাদের
ভালোবাসারই কল্পনায়।
ভালোবেসে সখী হরিলা হৃদয়,
কেমনে সে ব্যাথা সইবো?
কত ভালোবাসি আঁখিজলে ভাঁসি
কেমনে সে কথা কইবো?
মর্মর স্মৃতি আগলে নিশীথে
ভাঙা ডিঙিখানি বাইবো,
ভালোবেসে তবু যাব চিরকাল
শুধু তোমারইতো রইবো।
রহিয়াছি আজো শতনিশী জাগি
সহিয়া অবহেলা ;
কার লাগি সখী বাঁধিয়া পরাণ
আমারে করিলা হেলা ।।
--Sufiuddin Ahmed.Sufiuddin Ahmed |
Search This Blog
Popular Posts
- Rajib Pal
- Kolkata, West Bengal, India
- Hey there, I'm Rajib, and i am very happy to see you here I am just an ordinary student with a lot of spirit to do anything. So, I started writing here. Hope you like our contents and if you find anything wrong, please tell us about this in the comment section.
Labels
Anku
Arup Mitra
Bh.00
blogger
Colleges
Current Affairs
EDUCATION
EVENTS
EXAM
Geography
GK
Hidden Diary
History
Ilan
INDIAN POLITY
koushambi
LaTeX
Mala Ghosh (Mitra)
Math equation on blog using LaTeX
MATH OLYMPIAD
May
MBA Entrances
October
Poem
Poulomi
Risha
Sampurna
Sanskrit
ssc
Sufiuddin Ahmed
Titli
U.S STUDY
UPSC
WBCS
Powered by Blogger.
Featured Post Via Labels
Search This Blog
Blog Archive
Food
3/Food/feat-list
Music
2/Music/grid-big
Nature
3/Nature/grid-small
Fashion
3/Fashion/grid-small
Footer Menu Widget
Menu
About Me
- Rajib Pal
- Hey there, I'm Rajib, and i am very happy to see you here I am just an ordinary student with a lot of spirit to do anything. So, I started writing here. Hope you like our contents and if you find anything wrong, please tell us about this in the comment section.
Contact Form
Followers
Slider Widget
5/Fashion/slider
Writers
- Anku (1)
- Arup Mitra (4)
- Bh.00 (1)
- Ilan (1)
- koushambi (2)
- Mala Ghosh (Mitra) (1)
- Poulomi (2)
- Risha (3)
- Sampurna (2)
- Sufiuddin Ahmed (4)
- Titli (4)
Categories
Translate
Recent
Technology
3/Technology/col-right
Random Posts
3/random/post-list
Business
Business/feat-big
recent posts
random/hot-posts
Subscribe Us
Popular Posts
-
December Events December 1: World AIDS Day December 2: a) International Day for the Abolition of Slavery ...
-
Current Affairs on October Current Affairs : India Today Ø Governor of J&K : Satya Pal Malik Ø Executive Director for ...
-
Historical Background of Indian Constitution Timeline of Historical Background of Indian Constitution:- • Regulating Act - 1773 • Pitt...
-
SNAP - Symbiosis National Aptitude Test is a national level MBA entrance conducted by Symbiosis International University (SIU) f...
-
NMAT is conducted by Graduate Management Admission Council (GMAC). It is mandatory for admission in NMIMS and is all campuses along ...